কলকাতা পৌরসভার নির্বাচনী প্রহসনে পরিণত হওয়া এবং বিজেপি কর্মীদের আক্রান্তের প্রতিবাদে সাতমাইলে রাজ্য সড়ক অবরোধ বিজেপির।

0
205

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– কলকাতা পৌরসভা নির্বাচনে প্রহসনে পরিণত হওয়া এবং বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাজ্যজুড়ে অবরোধের ডাক দিয়েছেন বিজেপি। আর তারই জোরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সাতমাইলে এগরা-কাঁথি রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি নেতাকর্মীরা। কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে অবরোধ বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতা কর্মীরা। আর এই অবরোধের জেরে আটকে পড়েন নিত্যযাত্রী থেকে পর্যটকেরা। এই বিষয় নিয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তী তীব্র নিন্দা করেছেন, পাশাপাশি নিন্দা করেছেন বর্তমান রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here