কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে ঝাড়গ্রামের বেলতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি।

0
297

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ- রবিবার কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাপক সন্ত্রাস চালিয়ে বিজেপি প্রার্থীদের মারধর করেছে। এজেন্ট দের বুথ থেকে বের করে দিয়েছে। ছাপ্পা ভোট করিয়েছে অভিযোগ তুলে রবিবার বিকেল চারটের সময় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বেলতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক তুষার মুখার্জি ও বিজেপির ঝাড়্গ্রাম জেলা কমিটির সভাপতি তুফান মাহাতো।বিজেপি দলের পথ অবরোধ এর ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে ।যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সম্পাদক তুষার মুখার্জি বলেন কলকাতা পৌরসভার নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ব্যাপক ভোট লুট করা হয়েছে। বিজেপি প্রার্থীদের ওপর হামলা চালানো হয়েছে ,এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। বাংলায় যে গণতন্ত্র নেই তা আবার প্রমাণ হলো ।তাই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে রবিবার চাকা জাম কর্মসূচি রাজ্যজুড়ে পালন করা হচ্ছে বলে তিনি জানান।