চার্চ প্রাঙ্গণে রক্তের সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতায় শুভ বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়।

0
334

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-শীতকাল নামতে এবছরে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের ভাঁড়ার প্রায় শূন্য। এই অবস্থায় থ্যালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন। সংকটময় মুহূর্তে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা, হবিবপুর ব্লকস্থ খড়িবাড়ি সাকরেড হার্ট চার্চে আবেদন জানানো হলে ১৯ শে ডিসেম্বর ২০২১ চার্চ প্রাঙ্গণে রক্তের সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতায় শুভ বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। উক্ত শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্ত দান করেন। এদিন সকল রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে একটি করে চারাগাছ প্রদান করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খড়িবাড়ি সেক্রেড হার্ট চার্চের ফাদার ব্লাসিয়াস মুর্মু, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, সভাপতি ডা: তুষার কান্তি বণিক, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ। ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক সকল রক্তবন্ধুকে কুর্নিশ, উদ্যোক্তাদের অভিনন্দন এবং আবেদন জানান ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী,উর্দিধারী,ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ছোট ছোট শিবির করে ব্লাড সেন্টারের ভাঁড়ার পূর্ণ রাখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here