তৃণমূল কংগ্রেসের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

0
402

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তৃণমূল কংগ্রেসের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সেই কর্মসূচি অনুযায়ী রবিবার ফালাকাটা ব্লকের দেওগাঁও উত্তরাংশের মাদার তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো দেওগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।এদিন মাদার তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সম্মেলনে এলাকার কর্মী সমর্থকদের সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেন ব্লক নেতৃত্বরা।আগামী পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন সহ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলকে আরো মজবুত করার লক্ষ্যমাত্রা নিয়ে ব্লকের প্রতিটি অঞ্চলে এই কর্মীসভা বলে জানান ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ রায় ও যুব তৃণমূলের ব্লক সভাপতি শুভব্রত দে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায়,ব্লক যুব সভাপতি শুভব্রত দে, দেওগাঁও অঞ্চল উত্তরাংশের তৃণমূলের সভাপতি আহেমদ আলী, দক্ষিণাংশের সভাপতি শুশেন বর্মন,উত্তরাংশের যুব সভাপতি এনামুল হক,তৃণমূল ব্লক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, শুধাংশু সাহা,যুব নেতা দেবজিত পাল, সঞ্জয় দাস প্রমুখ।