ফের লোকালয়ে ভাল্লুকের আতঙ্ক,রবিবার সন্ধ্যায় বানারহাট ব্লকের দুরামারির উত্তর শালবাড়ি এলাকায় ধরা পরলো ভালুক শাবক।

0
318

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফের লোকালয়ে ভাল্লুকের আতঙ্ক,রবিবার সন্ধ্যায় বানারহাট ব্লকের দুরামারির উত্তর শালবাড়ি এলাকায় ধরা পরলো ভালুক শাবক। বেশ কিছুদিন থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভালুকের আতঙ্ক ছড়িয়ে ছিল। তবে মালবাজার, নাগরাকাটা, আলিপুরদুয়ার ছাড়া অন্যত্র কোথাও ভালুক ধরাপড়েনি। তবে বিভিন্ন জায়গায় ভালুক এর পায়ের ছাপ দেখা মিলছে বলে গুজবও ছড়িয়ে ছিল। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে ডুয়ার্সবাসী।তবে ভাল্লুক বানারহাট ব্লকের দুরামারি এলাকায় ধরা পড়ায় আতঙ্ক আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। এদিকে ভালুক টিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে।