যোগাসন ক্রিড়া প্রতিযোগিতা জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে ।।।।

0
529

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ রবিবার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ব্যবস্থাপনায় এবং বাঁকুড়া জেলা যোগ এসোসিয়েশন এর পরিচালনায় ৩৯ তম জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ সকাল দশটা নাগাদ এই প্রতিযোগিতাটি শুরু হয় গান্ধী বিচার পরিষদ ও জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের দ্বিতল হলে। এই প্রতিযোগিতাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর মহাকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ আগরওয়াল। বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সাধারণ সম্পাদক রবিন মন্ডল জানান,- জেলাজুড়ে ১৫ টি প্রতিষ্ঠান থেকে ১৯৮ জন প্রতিযোগী আজ এদিন অংশগ্রহণ করেছে এবং সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনে আমরা এই প্রতিযোগিতা অনুষ্ঠান টি পরিচালনা করছি।