কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিরুদ্ধে এবার আন্দোলন মুখি হলো জেলা কংগ্রেস।

0
180

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিরুদ্ধে এবার আন্দোলন মুখি হলো জেলা কংগ্রেস। দেশ ব‍্যাপি জন জাগরন যাত্রার অঙ্গ হিসাবে কেন্দ্র ও রাজ‍্য সরকারের জন বিরোধী নিতি , বেকারত্ব, বেহাল নাগরিক পরিষেবার বিরুদ্ধে এবং সারবিক উন্নয়ন এর দাবিতে একদিন অবস্থান আন্দোলন শুরু হয় সমাজপারা মোরে। এই আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস এর সভাপতি পিনাকী সেনগুপ্ত ।,অসিম তরবদার সহ আরও অনেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here