নবনির্মিত দূর্গা মন্দিরের জাঁকজমকের সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন রসুলপুরে।

0
305

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার রসুলপুরে আজ নবনির্মিত বিশাল দূর্গামন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী অমলাত্মানন্দজী মহারাজ।

দুর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনে এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার SDPO কুতুবুদ্দিন খান, পূর্ব বর্ধমানের জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগের আধিকারিক রামশংকর মন্ডল, পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ,বেলুট রসুলপুর পঞ্চায়েতের প্রধান তাপস বাড়ি সহ বিশিষ্ট ব্যাক্তিত্বগণ।
মন্দির কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় জানান, গতকাল সকালে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১৩৫ টি মঙ্গলঘট দিয়ে মন্দিরের দ্বারোদঘাটন করা হয়, আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল দূর্গা মন্দিরের।
এই আনন্দ উৎসব কে সর্বাঙ্গীণ সুন্দর করতে দুপুরে প্রায় আট হাজার নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে।
আজকের এই কর্মসূচিকে ঘিরে সারাদিনব্যাপী থাকছে ধর্মসভা, ছৌনাচ, পুতুলনাচ,কীর্তন সহ নানান অনুষ্ঠান।
বণ্য, ধর্ম নির্বিশেষে সকল মানুষের উপস্থিতিতে আজকের দুর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান জমজমাট ও আনন্দমুখর হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here