তুফানগঞ্জ পুরসভার উদ্যোগে, উদ্বোধন হলো পচনশীল পদার্থকে পৃথকীকরণ করে জৈব সার তৈরীর প্রকল্প।

0
310

মনিরুল হক, কোচবিহার: তুফানগঞ্জ পুরসভার উদ্যোগে, সরকারি বিতান এনজিও সংস্থার মাধ্যমে, পচনশীল পদার্থ থেকে পৃথকীকরণ করে জৈব সার তৈরির প্রকল্প চালু হল তুফানগঞ্জ রাম হরিপুর শ্মশান সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড এলাকায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ইন্দ্রজিৎ ধর সহ পৌরসভা দফতরের কর্মীরা।

এদিন সকালে তুফানগঞ্জ পুরসভার উদ্যোগে বর্জ্য পদার্থ সংগ্রহ এবং সেই বেপারে একটি র‍্যালি বের করে। এই র‍্যালি শহরের বিভিন্ন এলাকা ঘুরে তারপর ডাম্পিং গ্রাউন্ডের সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই র‍্যালিতে তুফানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ইন্দ্রজিৎ ধর সহ পৌরসভা দফতরের কর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়। এছাড়াও পুরসভা এলাকার যে সকল বর্জ্য সংগ্রহ করার গাড়ি রয়েছে সেই গাড়ি গুলোও এই র‍্যালিতে অংশগ্রহণ করে।

এদিনের র‍্যালি এবং অনুষ্ঠান শেষে তুফানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ইন্দ্রজিৎ ধর বলেন, একদিকে সারের আকাল রাজ্যজুড়ে, ডাম্পিং গ্রাউন্ড থেকে পরবর্তীতে তৈরি হওয়া জৈবসার কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রি করবে পৌরসভা। তাতে তুফানগঞ্জ পৌরসভাও কিছুটা আয়ের মুখ দেখবে বলে আশাবাদী তিনি।