পাওয়ারলুম শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ CITU

0
213

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পাওয়ারলুম শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ CITU এর । নদিয়ার নবদ্বীপের মহেশগজ্ঞ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় CITU । CITU এর নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির সহ সম্পাদক সুধীর দেবনাথ জানান আগে পাওয়ারলুম শ্রমিকদের যে মজুরি ছিল তা লকডাউনের মধ্যে কমিয়ে ১৩০ টাকা করা হয়েছিল কিন্তু তার পরে এখনো সেই মজুরি বৃদ্ধি করেননি মালিক পক্ষ আরও সেই মজুরি কমিয়ে ১০০ টাকা করবে বলে জানানো হচ্ছে ।অন্যদিকে সারা দেশ জুরে জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাই শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারা আর পাচ্ছেনা , সেই কারনেই তাদের এই বিক্ষোভ । তাদের অভিযোগ এই ব্যাপারে বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই আজ বাধ্য হয়ে বিক্ষোভ করেছেন । যদিও পরে পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ কিছুক্ষন পরে তুলে নেওয়া হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here