নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- রেললাইনে ফাটল, এলাকাবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার নীলকুন্ঠিয়া গ্রাম পঞ্চায়েতের কন্ঠিবাড় গ্রামে,স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে, জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পাঁশকুড়া রেল পথে রাজগোদা ও রঘুনাথবাড়ি স্টেশনের মাঝের কন্ঠিবাড় গ্রামের কাছে, দুপুরে খাওয়া দাওয়ার পর রোদের আমেজ নিতে রেল পথের ধারে উপস্থিত হয়েছিল এলাকাবাসীরা, সেই সময় একটি ট্রেন যাওয়ার পথে বিকট একটি আওয়াজ হয়, সেই সময় এলাকাবাসীরা দেখে রেল পাতে দেখা গিয়েছে ফাটল, সেই সময় আসছিল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস এর পর গ্রামবাসীদের তৎপরতায় আটকে দেয়া হয় হলদিয়া আসানসোল এক্সপ্রেসকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল আধিকারিকরা, অবশেষে গ্রামবাসীদের সহযোগিতায় পুনরায় ওই ফাটল ঠিক করে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ট্রেনটিকে ঘটনাস্থল থেকে বের করে আপাতত সচল করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
রেললাইনে ফাটল,এলাকাবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস,তীব্র চাঞ্চল্য কন্ঠিবাড় এলাকায়।

Leave a Reply