২৭ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা শুভ উদ্বোধন হলো করণদিঘি হাই স্কুল মাঠে।

0
581

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- 27 তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা শুভ উদ্বোধন হলো করণদিঘি হাই স্কুল মাঠে। এই বই মেলার উদ্বোধন করেন মন্ত্রী জনাব গোলাম রব্বানী। এই প্রথমবার উত্তর দিনাজপুর জেলা বইমেলা করণদিদির মত একটি গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে । মেলা চলবে আগামী 26 তারিখ পর্যন্ত, প্রতিদিন 12:30 মিনিট থেকে 7:30 পর্যন্ত। মেলায় 70 টির বেশি স্টল রয়েছে বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বই পড়ছে বই কিনছে ও বই দেখছে। করণদিঘির বিধায়ক গৌতম পাল যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, বই পড়ুন, বই কিনুন, বই পড়তে উৎসাহদান করুন। কারন মোবাইল বা গুগল থেকে সব কিছু জানা যায় না। এছাড়াও তিনি জানিয়েছেন, মেলায় প্রচুর বইয়ের স্টল ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে। এছাড়াও আর কি জানিয়েছেন শনুন বিধায়কের দেওয়ান বক্তব্যে।