আবারো উত্তপ্ত ময়নার বাকচা, এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,অস্বিকার বিজেপির।

0
306

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা । জানা গিয়েছে ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে পুলিশ ক্যাম্পের ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা বিজয় ভুঁয়া , নাড়ু মণ্ডল সহ নেতা কর্মীদের বিরুদ্ধে। আহত ওই ব্যক্তির নাম বেঙ্গল মন্ডল বাড়ী গোরামাহাল গ্রামে। অভিযোগ মঙ্গলবার সকালে সজল ধারার কাজ করতে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কর্মী। মেরে হাত পা ভেঙে ফাঁকা যায়গায় নদী বাঁধের উপরে ফেলে দিয়ে জায় বলে অভিযোগ। জানা গেছে ওই ব্যক্তির বড় ছেলে তৃণমূলের সাথে যুক্ত। সেই রাগে বাবার উপর হামলা চালানো হয় এমনটাই অভিযোগ পরিবারের। যদিও বড় ছেলে পারিবারিক সূত্রে আলাদা ভাবে থাকেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে গড়ামহাল গ্রামেরই পুলিশ ক্যাম্প থেকে পুলিশ উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কজনক হওয়াই পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে ময়না থানার পুলিশ। ময়না তৃনমূল নেতা তথা পুর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের কৃষি কর্মধ্যাক শাজাহান আলি অভিযোগ কারন বিজেপি সন্ত্রাস কায়েম করার জন্যে প্রত্যেক দিন তৃনমূল কর্মিদের উপরে হামলা চালাচ্ছে এমন কি সরকারী কাজ সজল ধারা কাজে যুক্ত মানুষদেরও বাদ দিচ্ছে না। পুলিশকে জানিয়েছি দ্রুত বেবস্থা নিতে। অন্য দিকে বিজেপি নেতা আশিষ মণ্ডল এই অভিযোগ অস্বিকার করেছেন।