বালি তোলাকে কেন্দ্র করে বালি মাফিয়াদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ উত্তপ্ত এলাকা ।

0
294

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- বালি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার পাঁচ পাড়া গ্রাম । মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । গ্রামবাসীদের দাবি , দীর্ঘ কয়েক মাস ধরে পাঁচ পাড়া গ্রামে দামোদর নদী থেকে বালি তোলা বন্ধ ছিল গত কয়েকদিন ধরে আবারো বালি মাফিয়ারা বালি উত্তোলন শুরু করেছে দামোদর নদী থেকে । গ্রামবাসীরা বারন করলেও তাতে কর্ণপাত করেনি তারা উপরন্ত বালি মাফিয়ারা মঙ্গলবার এক গ্রামবাসীকে মারধর করলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । এই ঘটনায় কয়েকজন গ্রামবাসী আহত হন । প্রতিবাদে গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পথ অবরোধ করেন তারা । রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

বিক্ষোভরত গ্রামবাসী বলেন , আমাদের গ্রামে বালির খাদ করা নিয়ে বহুবার ঝামেলা হয়েছে । যার কারণে বন্ধ ছিল বালি খাদ । যারা বালির খাদ চালায় তারা আমাদেরকে মারধর করে ।