আবদুল হাই, বাঁকুড়াঃ ইলেকট্রিক তারে ঘষা লেগে ট্রাক্টরে দাউ দাউ আগুনে পুড়ে ছাই টলি ভর্তি খড় ও পোয়াল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া এলাকায়।জানা গেছে মাঠ থেকে ট্রাক্টরে শুকনো খড় ও পোয়াল আনার সময় রাস্তার উপর ইলেকট্রিক তারে ঘষা লেগে ঘটে এই বিপত্তি। আশেপাশে মানুষজন ছুটে আসে আগুন দেখে। এলাকার বাসিন্দারা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে আগুন লাগার ফলে ট্রাক্টরের ক্ষতি হয়।
Leave a Reply