স্বাস্থ্য সাথী কার্ড রেনুয়াল করতে নেওয়া হচ্ছে টাকা এই অভিযোগে মঙ্গলবার ধুপগুড়ি ব্লকের গাদং 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ধুম ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

0
317

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: স্বাস্থ্য সাথী কার্ড রেনুয়াল করতে নেওয়া হচ্ছে টাকা এই অভিযোগে মঙ্গলবার ধুপগুড়ি ব্লকের গাদং 2 নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ধুম ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘের অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, স্বাস্থ্য সাথীর কার্ড রেনুয়াল করতে মাথাপিছু 10 টাকা করে নেওয়া হচ্ছে । তাছাড়া সংঘের ভবন তৈরির জমি সংক্রান্ত বিষয়ে হাজার টাকা করে চাঁদা না দেওয়া হলে, স্বাস্থ্য সাথী কার্ড রেনুয়াল করা হবে না বলে জানিয়ে দেয় মহামায়া সংঘ। মূলত মহাসঙ্ঘের সেক্রেটারি রত্না চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ করেন অন্যান্য গ্রুপের সদস্যরা। রত্ন চক্রবর্তীকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান মহিলারা।এমনকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মহামায়া সংঘের অফিসটি ক্ষুব্দ মহিলারা তালা দিয়ে দেন। সমস্যা সমাধান না হলে তালা খুলতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীর মহিলারা।