অল ইন্ডিয়া মানোরিটি অর্গানাইজেশনের উদ্যোগে আগামী রবিবার পূজা ইদ ক্রিসমাস মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।

0
326

মালদা, নিজস্ব সংবাদদাতা: অল ইন্ডিয়া মানোরিটি অর্গানাইজেশনের উদ্যোগে আগামী রবিবার পূজা ইদ ক্রিসমাস মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের গঙ্গার তীরে পাগলাঘাট স্ট্যান্ডে বিউটি পার্কে সাজো সাজো রব । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একঝাক ফিল্মতারকা টেলিফিলম , মন্তী বিধায়ক সহ বহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে নতুন মাত্রা যোগদান করে এই মিলন উৎসব । রাস্তায় বিশাল তোরন তৈরি হয়েছে। মূল মঞ্চ ছাড়াও আরও দুটি মঞ্চ তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের সমাগম ঘটবে জানান এআইএম ও চেয়ারম্যান অধ্যাপক নাসির আহমেদ। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য গোটা দেশে সম্প্রীতির এক নজির তৈরি করেছে । আর আমাদের এই মিলন উৎসব দল মত ধর্ম বর্ন সকলের উপস্থিতিতে আরও উজ্জীবিত করছে মানুষকে।