শুক্রবার ফালাকাটার জেলা পরিষদ ডাক বাংলো ময়দানে শুরু হল আলিপুরদুয়ার জেলা সবলা মেলা।

0
383

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটার জেলা পরিষদ ডাক বাংলো ময়দানে শুরু হল আলিপুরদুয়ার জেলা সবলা মেলা। এদিন সবলা মেলার উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, জয়গাঁও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সন্ধ্যা বিশ্বাস সহ অন্যন্য বিশিষ্টজনেরা।জানা গিয়েছে, এই সবলা মেলা চলবে আগামী ৩০ সে ডিসেম্বর পর্যন্ত। এই মেলায় থাকবে আলিপুরদুয়ার জেলার স্ব নির্ভর গোষ্ঠীর ও স্ব নিযুক্ত প্রকল্পের উদ্যোগীদের তৈরি নানা রকমের সামগ্রীর প্রদর্শনী এবং বিপণনের সু ব্যবস্থা। পাশাপাশি থাকবে প্রতিদিন সন্ধ্যায় জেলার সুনামধন‍্য লোকশিল্পী ও অন্যান্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।