বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সম্প্রতি কলকাতা পৌর নির্বাচন শেষ হওয়ার পর গত ২২ ডিসেম্বর ঘোষনা করা হয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৬ টি পৌরসভায় নির্বাচন হবে। তাই আজ যীশু খৃষ্টের জন্মদিনে বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নির্বাচনী আলোচনা সভা করা হল। এদিন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে প্রথম নির্বাচনী আলোচনা সভা করা হল বলে জানালেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি মানিক মুখার্জী, যুব সভাপতি সাগর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, তৃণমূল নেতা জগন্নাথ দত্ত সহ আরো অনেকে।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী আলোচনা সভা দুবরাজপুরে।

Leave a Reply