বেলুড়ে অস্থায়ী দোকান বসানো কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার ।

0
445

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বেলুড়ে অস্থায়ী দোকান বসানো কে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার। ঘটনাটি ঘটে বেলুড়ের  রঙ্গলি মলের সামনের । অবৈধভাবে দোকান লাগানোকে  কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার। গতকাল শুক্রবার  রাতে অবৈধভাবে দোকান বসানোর প্রতিবাদ করায় দুই পাড়ার মধ্যে ঝামেলার সুত্রপাত। পুলিশের মধ্যস্থতায় তখনকার মত বিষয়টি মিটে গেলেও আজ সকাল থেকে আবার নতুন করে গন্ডগোল শুরু হয় দুটি পাড়ার মধ্যে। কার্যত পুলিশের সামনেই দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।  এলাকায় উত্তেজনা থাকায় মীমাংসার জন্য ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ ।