সোশ্যাল মিডিয়ায় বিজেপির কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতির দায়িত্ব ছেড়ে দেবার ঘোষণা অজয় সাহার।

0
443

মনিরুল হক, কোচবিহার: বিজেপির জেলা যুব মোর্চার জেলা সভাপতি অজয় সাহা দাযিত্ব ছেড়ে দেবার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় কোচবিহারের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এদিন অজয় বাবু তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “তরুণ, কর্মঠ, শিক্ষিত, মার্জিত কাউকে দায়িত্ব দেওয়া হোক। আর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন । তবে কি তিনি মূল দলের জেলা সভাপতির পরিবর্তন চাইছেন। নাকি তিনি দল পরিবর্তন করবেন ।”
প্রশ্ন উঠচ্ছে বিভিন্ন মহলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে কুচবিহার জেলার বিজেপির একটি অংশ মনে করেছিল অজয় সাহা দলের টিকিট পাবেন। দল তাকে টিকিট না দেওয়ায় দলের যুব সমাজের একটি অংশ প্রশ্ন তুলে। কোচবিহার জেলায় বিজেপির ফলাফল অভূতপূর্ণ হলেও রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি।
ফলে বিজেপির একের পর এক নেতৃত্ব শাসক দলে যোগদান করতে দেখা যায়। ঠিক এরই মাঝে কোচবিহার জেলার বিজেপির যুব মোর্চার জেলা সভাপতির সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট কে ঘিরে একাধিক প্রশ্ন-উত্তর শুরু করেছে।