দীর্ঘ কয়েক বছর পর রাস্তা সংস্কার হওয়ায়, রাস্তার পাশে মানুষের ঢল।

0
397

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস থেকে সামড়োঘাট রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল পরে ছিল। বর্ষাকালে গোটা রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে থাকতো। এরফলে হাজার হাজার মানুষকে সমস্যায় পড়তে হয়। এই রাস্তার ওপর দিয়ে বারো থেকে পনেরোটি বাস চলাচল করে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ব্যস্ততম রাস্তাটি নতুন করে সংস্কার হওয়ায় হাজার হাজার মানুষের হাসি ফুটলো। নতুন রাস্তা দেখতে রাস্তার পাশে মানুষের ঢল নামে সেই চিত্র দেখা গেল গোবিন্দপুর বাজারে।