ফুটবাল টুর্নামেন্ট ও শীতবস্ত্র বিতরণ।

0
557

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-  ফুটবাল টুর্নামেন্ট ও শীতবস্ত্র বিতরণ। ফুটবল টুর্নামেন্ট চাম্পিয়ান পুর্ব গোওবাল গাও যুব সংঘ ও রানার্স দক্ষিন গোবিন্দ পুর আদিবাসি সংঘ এন্ড লাব্রেরি।।

উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 9 নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের বরুনা হাইস্কুল ময়দানে বরুনা জনকল্যাণ এন্ড লাইব্রেরী সংঘের পক্ষে দুই দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলা খেলাধুলা সঙ্গে সঙ্গে এলাকার ২২০দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কালিয়াগঞ্জ বিধায়ন সভার বিধায়েক তপন দেব সিংহ, এই ছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা পরিসদের কো মেন্টার অসিম ঘোষ, বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়েত্রী দেবশর্মা,
সমাজ সেবি জ্ঞানেন্দ্র নাথ রায় বরুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ননী গোপাল মন্ডল,ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দেবশর্মা, ক্লাবের সভাপতি অজয় বর্মন বাজারু দেবশর্মা, কালীচরণ দেবসর্মা, সমাজ সেবি আব্দুল খাবির, শিক্ষক তমাল বোস সহ অন্যান্যরা।