বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করলেন ধর্তিমোহন রায়।

0
527

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :: বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করলেন ধর্তিমোহন রায়। তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্বে‌র হাত ধরে রবিবার একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি।

জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন চেয়ারম্যান ধর্তিমোহন রায় প্রায় চারবছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও কোনও রকম রাজনৈতিক উত্থান ঘটেনি তাঁর। বরং রাজনৈতিক দিক দিয়ে আনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। বাধ্য হয়ে বিজেপি ছেড়ে ফের তৃণমূল দলে যোগদান করেন তিনি।‌ পুরসভা নির্বাচনে‌র আগে ধর্তিমোহন রায়ের তৃণমূলে যোগদান অবশ‍্য‌ই দলের শক্তি কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় ও জেলা সভানেত্রী মহুয়া গোপ তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।