ভরসন্ধ্যায় মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

0
481

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ভরসন্ধ্যায় মেদিনীপুর শহরের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত নজরগঞ্জ এলাকায়,ঘটনায় জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার জানা পাড়ায় একটি পুকুরের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাঁসতে দেখে জানা পাড়া এলাকার ছেলেরা খেলতে গিয়ে পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষদের জানালে, স্থানীয় মানুষেরা কোতোয়ালি থানায় খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষেরা জানায় ঐ ব্যক্তি এলাকার নয়। তবে কিভাবে বা কোথা থেকে ঐ ব্যক্তির মৃতদেহ ঐ পুকুরে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে।