ওমিক্রন পরিস্থিতি উদ্বেগজনক,রাজ‍্যে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে;ইঙ্গিত মুখ‍্যমন্ত্রীর।

মহীতোষ গায়েন,নিউজ ডেস্ক:- করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন ভারতেও আছড়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ১০১। শুক্রবার দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে, দিল্লীতে মুখ্যমন্ত্রী সতর্ক বার্তা দিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উদ‍্যোগী।

পশ্চিমবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক।এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরাও আশঙ্কা প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পশ্চিমবঙ্গে
আবার বন্ধ হতে পারে স্কুল,কলেজ,
বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কমতে পারে লোকল ট্রেনের সংখ্যা। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে তারই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *