সাত দফা দাবি নিয়ে volunteer water facilitator অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান।

0
296

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- volunteer water facilitator কর্মীরা বুধবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়, এইদিন প্রায় ২৫ টি ব্লকে ২২৩টি গ্রাম পঞ্চায়েতের নিযুক্ত থাকেন এসব কর্মচারীরা, অভিযোগ বিভিন্ন রকমের কাজ করা সত্ত্বেও স্থায়ীকরণ এবং বকেয়া বিল দিচ্ছেনা সরকার,তারই প্রতিবাদে বুধবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়, জানা গিয়েছে দুই হাজার কুড়ি সালের স্কুল অঙ্গনবাড়ি সার্ভিস পারিশ্রমিক,15th finance কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ করেন। ২০০৮ সাল থেকে প্রতিকূল অবস্থায় গ্রামীণ পানীয় জলের নমুনা সংগ্রহ পরীক্ষা থেকে শুরু করে আবাস যোজনার ছবি তোলা সহ দুয়ারে সরকারের বিভিন্ন মূলক কাজ করেন এই সংগঠন। কিন্তু দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও বকেয়া বিল এবং স্থায়ীকরণ করছেনা রাজ্য সরকার তারই প্রতিবাদে আজ তমলুক ও কাঁথি জন কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেয়।