অভুক্ত হনুমানদের খাওয়ানোর উদ্যোগ কোলাঘাটের বড়িশা গ্রামের এক বাসিন্দা, খুশি পশুপ্রেমীরা..।

0
301

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেঁচে থাকার জন্য মাথা গোঁজার ঠাঁইয়ের পাশাপাশি দুবেলা খাবারের প্রয়োজন হয় সকলের, কিন্তু গত কয়েক মাস আগে অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যার জনিত কারণে এক দিকে যেমন চাষাবাদের ক্ষতি হয়েছে তেমন ক্ষতি হয়েছে বহু ঘর বাড়ি এবং গাছপালার, এই মত অবস্থায় খাবারের তাগিদে এলাকায় এলাকায় ঘোরাঘুরি করছে হনুমানের দল, এবার সেই সব অভুক্ত হনুমানদের খাওয়ানোর উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা গ্রামের বাসিন্দা তথা যোগব্যায়ামের প্রশিক্ষক বিশ্বনাথ দাস, এলাকায় ঘোরাঘুরি করা অভুক্ত হনুমানদের খাবার উদ্যোগ লক্ষ্য করা গেল বুধবার সকালে, আর নিজেদের খাবারের চাহিদা মেটাতে হাতের নাগালে পৌঁছে গেছে হনুমানের দল, বড়িশা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দাস বলেন “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” এই বার্তাকে সামনে রেখেই এমন টাই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার পশু প্রেমীদের আরো উদ্যোগী করতে এই উদ্যোগ, তবে তার এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবী মানুষ থেকে পশু প্রেমিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here