সমুদ্র সৈকত দীঘাকে ঢেলে সাজানোর পাশাপাশি গরুর জরিমানা দু হাজার টাকা ঘোষণা দীঘা উন্নয়ন পর্ষদের।

0
416

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- কোটি কোটি টাকা খরচ করে ও মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘাকে আরো আকর্ষণীয় করে তোলা হচ্ছে, ইতিমধ্যেই জোরকদমে চলছে তারই কাজ, অথচ সেই দীঘাসহ সুমুদ্র সৈকতে যত্র ত্রত্র গুরু ছাগল গুরে নোংরা করছে আর সাজানো গোছানো বিভিন্ন জিনিষ ভেঙে দিচ্ছে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো পালিত পশু,সেই বিষয় রুখতে ও দীঘার পর্যটন কেন্দ্রকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বিশেষ ঘোষণা দীঘা এলাকায় কিংবা সমুদ্র তটে পালিত কোন গরু ছাগল ছেড়ে রাখা যাবে না। এই সমস্ত পশুদের ধরা হলে মালিক পক্ষের নিকট প্রতিদিন দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হবে বলেই এই মর্মে পর্ষদের পক্ষ থেকে সারা দীঘা জুড়ে মাইকে ঘোষণা চলছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই প্রচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here