আদিবাসী সম্প্রদায়ের মাঝে জন্মদিন পালন করলেন বন দফতরের আধিকারিক রাজেশ দাস।

0
315

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজেশ দাস বাড়িতে জন্মদিন পালন না করে আদিবাসী পাড়ায় গিয়ে জন্মদিন পালন করে নজির স্থাপন করলেন।আজ আমরা করবো জয় এর ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের খড়িকাশুলি আদিবাসী সম্প্রদায়ের মাঝে বৃক্ষরোপণ করে জন্মদিন পালন করা হয়। এছাড়াও এদিন ৬০ জন আদিবাসী সম্প্রদায়ের বাবা মা এর হাতে শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয়। শুভ জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী বাবলা রায়,মাধবী গায়েন,বুলটি সরেন,আমরা করবো জয় এর কর্মীরা। রাজেশ দাস বলেন, দীর্ঘ দিন ধরে আমার বনে কেটেছে।বনে কাটতে কাটতে দেখেছি আদিবাসী সমাজ যে ভাবে বনকে রক্ষা করে তাদের মধ্যে যে আন্তরিকতা সেটা অন্য জায়গায় পাওয়া যায় না।আমি আজ খুব খুশি আদিবাসী সম্প্রদায়ের মাঝে জন্মদিন পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here