নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মা মাটি মানুষের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর “দুয়ারে সরকার” প্রকল্পের মাধ্যমে সাধারন মানুষের সমস্যা দূর করে। এবার সেই পরিষেবা পৌর নাগরিকদের তুলে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন প্রশাসনের কর্মকর্তারা। তুলে দেওয়া হবে সরকারি নানান প্রকল্পের সুবিধা। শুক্রবার তমলুক পুরসভায় প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, জেলাশাসক পূর্নেন্দু মাজী। এই প্রথম তমলুক পুরসভায় রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী, মহকুমাশাসক, পুলিশ কর্তা সহ অন্যান্য দপ্তরের আধিকারি, তমলুক পুরসভার মুখ্য প্রশাসক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করে সাহায্য করে চলেছেন। সেই সাহায্য যাতে সকলে পায় তার জন্য এবার থেকে গ্রামীণ এলাকার পাশাপাশি শহরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসন গিয়ে সাহায্য করবেন বলে জানান মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র ও জেলাশাসক পূর্নেন্দু মাজী। প্রশাসনের এইধরনের চিন্তাভাবনায় খুশি পৌর নাগরিকরা।
পৌর পরিষেবা দিতে এবার ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply