বছরের শেষ দিনেও সুন্দরবনের লোকালয়ে বাঘের পায়ের ছাপকে ঘিরে ব্যাপক আতঙ্ক,ঘটনাস্থলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।

0
305

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা: – বছরের শেষ দিনেও বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না সুন্দরবন বাসীদের। শুক্রবার সাত সকালেই স্থানীয় মৎস্যজীবীরা যাঁরা নদীতে মাছ, মিন ধরার জন্য এসেছিলেন তাদের নজরে প্রথমে আসে যে বাঘের টাটকা পায়ের ছাপ রয়েছে গ্রাম লাগোয়া নদীর চর এলাকায়। আর এমন ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের অন্তর্গত লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের বিধান কলোনি এলাকায়। এদিন সকালেই মূলত মৎস্যজীবীরাই গ্রামের দিকে থাকা গোমর নদীর চরে বাঘের একাধিক পায়ের ছাপ দেখতে পায়। বনদপ্তর ও গ্রামবাসীদের ধারণ রাতের অন্ধকারে সুন্দরবনের ঝিলা জঙ্গল থেকে একটি বাঘ গোমর নদী সাঁতরে চলে এসেছে বিধান কলোনির এলাকায়। স্বাভাবিক কারণে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়ে হয়। গ্রামবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এলাকার উদ্দেশ্যে ইতিমধ্যেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের দুটি দল ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে নদীর চর এলাকায় বাঘের খোঁজ চালানো কাজ শুরু করেছন। তবে গ্রামবাসীদের ধারণা লোকালয় লাগোয়া ম্যানগ্রোভের ঝোঁপঝাড়ে লুকিয়ে রয়েছে বাঘটি। কোন জায়গায় রয়েছে তা খোঁজার কাজ শুরু করে দিয়েছে বনদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here