নাবালিকার বিয়ে আটকালো বিধায়ক ও বিডিও,বাড়ি ফিরল নাবালিকা ছাত্রী,প্রশংসার ঝড় তমলুকের বনমালিকালুয়াতে।

0
267

পূর্ব মেদিনপুর, নিজস্ব সংবাদদাতা:-  কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিষ্ণুবাড়-২ গ্রাম পঞ্চায়েতের বনমালিকালুয়া গ্রামের যুবক অমল মাইতির সাথে তমলুকের মৈশালি গ্রামের বছর ১৬ বছরের দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক অশান্তির কারনে নাবালিকা ছাত্রীটি বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে যায়। সেখানে তাদের বিয়ের প্রস্তুতি চলে। ব্লক প্রশাসন জানতে পেরে দুই পরিবারের লোকজনদের ডেকে কথা বলে বিয়ে বন্ধ করেন। পরিবারের সাথে কথা বলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং তমলুকের বিডিও সৌমেন মন্ডল। দুই পরিবারের সাথে কথা বলে ছাত্রীটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিজের বাড়িতে থাকবে। প্রাপ্ত বয়স্ক হলে তার পর বিয়ের ব্যবস্থা করবে পরিবার এমনই এমনটাই জানানো হয় বিডিও ও বিধায়কের পক্ষ থেকে। তবে ছাত্রীটি সরকারি পরিষেবা পাচ্ছে কি না তারও খোঁজখবর নেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। আরও যদি কোনো পরিষেবার প্রয়োজন হয় তাহলে সরকার ছাত্রীটির পাশে থাকবে বলে জানিয়েছেন তমলুকের বিডিও সৌমেন মন্ডল। দুই পরিবার ও নাবালিকা ছাত্রীটি বিষয়টি মেনে নিয়েছে। প্রাপ্ত বয়স হলে তারা বিয়ে করবে বলে জানান নাবালিকা ছাত্রী ও তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here