রানাঘাট স্টেশনে ট্রেন যাত্রীরা ডাউন লালগোলা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান।

0
283

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট স্টেশনে ট্রেন যাত্রীরা ডাউন লালগোলা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, লালগোলা থেকে ডাউন একটি ট্রেন রানাঘাট পর্যন্ত আসে। সেই ট্রেনটি রানাঘাট শিয়ালদা ডাউন ট্রেন করা হয়। ডাউন রানাঘাট লোকাল ট্রেনের প্রত্যেকটি কামরায় বাথরুমগুলি রীতিমতো অপরিস্কার । এই অবরোধ চলে প্রায় ঘন্টা খানেক এর পর স্টেশন মাস্টার অবরোধকারীদের দাবি মানল,অবরোধ তুলে নেয় ।আগামী সোমবার থেকে রানাঘাট শিয়ালদা ডাউন রানাঘাট লোকাল আগের মতই নির্দিষ্ট জায়গা থেকে ছাড়বে।