সোনার দোকানের চুরির সাথে জড়িত দোষী ব্যাক্তিদের দ্রুত ধরার দাবি ।

0
266

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোনার দোকানের চুরির সাথে জড়িত দোষী ব্যাক্তিদের দ্রুত ধরার দাবি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ জানালো দিনবাজার কল‍্যান ব‍্যবসায়ী সমিতির সদস্যরা।উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে দিনবাজার কালি ও হনুমানমন্দীর সংলগ্ন একটি সোনার দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার জিনিস নিয়ে চমপট দেয় দুজন দুস্ককৃতি ।তাই সঠিক তদন্তের দাবিতে দোষী দের ধরে উপযুক্ত শাস্তির পাশাপাশি চুরি যাবা সোনার গয়না উদ্ধারের জন্য লিখিত অভিযোগ করেন দিনবাজার কল‍্যাণ ব‍্যবসায়ী সমিতির সদস্যরা।যদিও এখন পর্যন্ত এই চুরির সাথে জড়িত কাউকে ধরতে পারেনাই বলে জানা গেছে।