ইংরেজি নববর্ষ পালনের পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূল কংগ্রেসের।

0
406

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-ইংরেজি নববর্ষ পালনের পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূল কংগ্রেসের।শুক্রবার মধ্য রাতে জটেশ্বরে দিনটি পালন করে তৃণমূল কর্মী সমর্থকেরা। শুক্রবার রাত ১২ টার পর ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকায় কেকে কেটে প্রতিষ্ঠা দিবস পালন করেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল বলেন, “১৯৯৮ সালে পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটির প্রতিষ্ঠা হয়। সেই থেকে এই দিনটি প্রতিবছর পালন করা হয়। এর পাশাপাশি সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।”