ইংরেজি নব বর্ষের প্রথম দিনেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সমগ্র রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও পালিত হলো স্টুডেন্ট ডে।

0
294

 জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ইংরেজি নব বর্ষের প্রথম দিনটি রাজ্য সরকার স্টুডেন্ট ডে হিসেবে ঘোষণা করেছে আগেই ,সেই উপলক্ষে শনিবার সকালে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন জেলা শাসক ,পুলিশ সুপার সহ বিশিষ্ঠজনেরা।
রাজ্য সরকারের কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্প গুলিকে সামনে রেখে এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে,
এই প্রসঙ্গে জেলা শাসক মৌমিতা গোধরা বসু জানান, রাজ্য সরকার পয়লা জানুয়ারি দিনটিকে স্টুডেন্ট ডে হিসেবে ঘোষণা করেছে, তারই অঙ্গ হিসেবে আজ এই বিশেষ শোভাযাত্রা।