সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন ২ মৎস্যজীবী।জখম ২ মৎস্যজীবীর নাম অমল দন্ডপাট ও খোকন মুন্ডা। ওই দুই মৎস্যজীবীর বাড়ি মইপীঠ কোষ্টাল থানার অন্তর্গত নগেনআবাদ এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত ২৯ ডিসেম্বর ৩ জনের একটি মৎস্যজীবী দল সুন্দরবন জঙ্গলের নদীখাঁড়িতে কাঁকড়া ধরতে যায়।শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছিলেন। আচমকা সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।অমল দন্ডপাট এর উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।সেই মুহূর্তে সঙ্গীকে বাঁচাতে এগিয়ে যায় খোকন মুন্ডা। তাকেও আক্রমণ করে বাঘ। দুজনার সাথে ধস্তাধস্তির পর অবশেষে বেগতিক বুঝে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। এরপর তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে জয়নগর গ্রামীণ হাসপাতালে । সেখানে অবস্থার অবনতি হওয়ায় অমল দন্ডপাট কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। পরে তাঁকে কলকার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সঙ্গীসাথীরা। এমন ঘটনা এলাকায় চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।