নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বছরের প্রথম দিনে অর্থাৎ শনিবার তৃণমূলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প নগরীতে বিভিন্ন জায়গায় ঘটা করে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। হলদিয়ার ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের কারখানার গেটে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অফিসে তৃণমূলের পতাকা উত্তোলন করতে এসে আক্রান্ত হল তৃণমূলের ইউনিয়নের সম্পাদক। এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের, আক্রান্ত শ্রমিক নেতার নাম আশিষ মান্না।
অভিযোগ হঠাৎ গাড়িতে করে ৭০ জনের দুষ্কৃতী দল এসে তাকে ইউনিয়ন অফিসের ভেতরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর শ্রমিক নেতা ইউনিয়ন অফিসে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। কারখানার শ্রমিকরা জানতে পেরে আক্রান্ত শ্রমিক নেতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে অন্যত্র রেফার করে। তবে কি কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ, অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকাজুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা তৃণমূলের পতাকা উত্তোলন করতে গিয়ে হলদিয়ার কারখানায় তৃণমূলের শ্রমিক নেতার উপর হামলার...