বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৬ টি পৌরসভায় নির্বাচন হবে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তাই আজ থেকেই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু হল। এদিন একটি মিছিল করা হয় তৃণমূল কর্মীদের নিয়ে। এই মিছিলের নেতৃত্ব দেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক তথা তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পান্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, অজিত সিং, সমাজসেবী জগন্নাথ দত্ত, দীপক দে সহ আরো অনেকে।