তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতার্ত অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 25 তম প্রতিষ্ঠা দিবস।1998 সালে 1 লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। আজ শনিবার 25 শে পা দিল তৃণমূল কংগ্রেস।নানা সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলা সহ একাধিক রাজ্যে এই দিনটি। সেইমতো এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দেশাত্মবোধক গান ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন তিনশোর উপর শীতার্ত অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, পঙ্কজ মাজিলা, রবিউল হোসেন, মোল্লা নাসের আলী সহ এক ঝাঁক বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *