বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতি বছর পশ্চিমবঙ্গে আজকের দিনটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। গোটা রাজ্যের পাশাপাশি আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হল শহর দলীয় কার্যালয়ে। এদিন পতাকা উত্তোলন করেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক তথা তৃণমূলের জেলা কমিটির সদস্য পীযূষ পান্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, সমাজসেবী জগন্নাথ দত্ত সহ আরো অনেকে।
বীরভূম থেকে সেখ ওলি মহম্মদ-এর রিপোর্ট, সব খবর