নদীয়ার বাসিন্দা পাপিয়া কর জন্মদিন পালন করলেন কলকাতা ধর্মতলায়।

0
461

নদীয় , নিজস্ব সংবাদদাতা:- ওর নাম সাবিকুল। নদীয়ার বাসিন্দা পাপিয়া কর জন্মদিন পালন করলেন কলকাতা ধর্মতলায় । পুতুল বলে ডাকে।
ধর্মতলা ফুটপাতে যেখানে সে পড়াই, ওই ফুটপাতে যে বাচ্চা জন্ম নেয়, তাকে বছরের প্রথম দিন 2022 সালের প্রথম দিন তার মুখে প্রসাদ দিলেন পাপিয়া কর। লক ডাউন এ ওর বয়স বেড়ে গেছিলো তাই আজ ওর ২ বছরের জন্মদিন পালন করা হলো। মুখে প্রসাদের মতো নিয়ম করে। অনেক জেলার সমাজসেবক রা আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলো। তাদের প্রত্যেকের হাতে বাচ্চাদের দিয়ে একটি করে গাছ তুলে দেওয়া হয় উপহার হিসেবে। আর নিজে হাতে তার জন্য পাঁচ তরকারি ভাত রান্না করে মাজদিয়া থেকে নিয়ে গিয়েছিলেন পাপিয়া কর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here