নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্ষবরণের দিনে সাধারণ মানুষের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। আজ 2022 পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন, আর সেই দিনকে পাথেয় করে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন শান্তিপুর থানা এলাকা থেকে বিভিন্ন সময় চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের মালিকের হাতে ফিরিয়ে দিলেন। আজ শান্তিপুর থানার পক্ষ থেকে চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে তার মধ্যে 18 জনকে তাদের নিজস্ব মোবাইল ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। স্বভাবতই বছরের প্রথম দিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল মালিকেরা। তারা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে শান্তিপুর থানা কে সাধুবাদ জানিয়েছেন। আজ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার সিআই গৌরীপ্রসন্ন বন্ধু এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। মোবাইল ফিরে পেয়ে কি জানাচ্ছেন মোবাইল প্রাপকরা শুনে নিন তাদের নিজেদের মুখেই।