একটি মেয়ের মোবাইল ছিন্তাই, গ্রেফতার যুবক ।

0
375

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের থানা এলাকার দেবীনগর সেরিকালচার মোড়ে বলে অভিযোগ। অভিযোগ কারিণী দাবি আমি বাজার করে বারি ফিরছিলাম। মার সাথে ফোনে কথা বলতে বলতে। হঠাৎই এক ব্যক্তি পিছন থেকে এসে মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। তারপর আমি রায়গঞ্জের থানাই লিখিতো কমপ্লেন করি।
এরপরই পুলিশ তদন্তে নেমে এক ঘণ্টার মধ্যে মোবাইল ও মোবাইল ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ সূত্রে খবর মোবাইল ছিনতাই কারীর নাম সুকান্ত। বাড়ি দেবনগর আমরা কজন ক্লাবের পাশে।।