একদিকে সচেতনতামূলক প্রচার অভিযান অন্যদিকে ব্যাপক ধরপাকড় শান্তিপুর থানার পুলিশের।

0
391

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- একদিকে সচেতনতামূলক প্রচার অভিযান অন্যদিকে ব্যাপক ধরপাকড় শান্তিপুর থানার পুলিশের। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে করা বিধি নিষেধ, সেই মতই তৎপর শান্তিপুর থানার পুলিশ। সকাল থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকায় শান্তিপুর থানার পক্ষ থেকে চলছে সচেতনতা প্রচার। অন্যদিকে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই পড়তে হচ্ছে পুলিশি প্রশ্নের মুখে। সকাল থেকেই শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে পুলিশি করা নজরদারি এছাড়াও করা হচ্ছে ব্যাপক ধরপাকড়। পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত প্রায় 15 জন ব্যক্তিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষ যেন সচেতন হয় সেই দিকে লক্ষ্য করেই শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে গোটা শান্তিপুর শহর এবং ব্লকে করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান। তবে আজ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই ভাবেই চলবে প্রতিদিনই পুলিশি করা নজরদারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here