করোনার বাড়বাড়ন্তের মাঝে ভগবানপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের দেওয়া হল ভ্যাকসিনেশন।

0
320

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ বাড়ার সাথে সাথে ফের লকডাউনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। আংশিক লক ডাউনের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই মতন সোমবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কো-ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। যে ভাবে করোনার প্রভাব মাথাচাড়া দিয়ে উঠেছে সেক্ষেত্রে আতঙ্কে গোটা রাজ্যবাসী। দীর্ঘ কয়েক বছর পর স্কুল খুললেও ফের স্কুল বন্ধের নির্দেশ যার ফলে ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনের বিপত্তি ঘটলো। তারই সাথে করোনার হাত থেকে রেহাই দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রতি গতি বাড়ালো সরকার। ভগবানপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করল স্কুল কর্তৃপক্ষ , মাস্ক পরে স্যানিটাইজার করে তবে যেন প্রত্যেকেই স্কুলের মধ্যে প্রবেশ করে। স্কুলে ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এম্বুলেন্স প্রস্তুত রাখা হয় স্কুল ক্যাম্পাসে। তার পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রীদের বারবার সচেতনতা করা হয় যাতে তারা সামাজিক দূরত্ব বজায় রাখে এবং মাক্স পরে। সোমবার ভগবানপুর হাইস্কুলের প্লাটিনাম ভবনে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে তাদের কড়া নজরে রাখা হয় যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে তার জন্য স্কুলের মধ্যে কনটেইনমেন্ট রুম প্রস্তুত রাখা হয়।
হাই স্কুলের প্রধান শিক্ষক মুক্তেশ্বর দিন্ডা বলেন রাজ্য সরকারের খুব ভাল উদ্যোগ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার একটা সাধুবাদ জানাই, তার পাশাপাশি তিনি বলেন আমাদের স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে যা আজ থেকে শুরু হল কারণ স্কুলের হাজার ৬৬ জন ছাত্র ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন অবশ্যই কার্যকরী হবে উদ্যোগটা আরো আগে নিলে ভালো হতো কিন্তু দেরিতে হলেও খুব ভালো হয়েছে প্রত্যেকটি ছাত্র-ছাত্রী কিছুটা হলেও নিরাপদে থাকবে।