কোভিড সচেতনতায় পথে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

0
364

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই বিধি যাতে কঠোর ভাবে পালন করে তার জন্য রাজ্য জুড়েই রাস্তায় নেমেছে পুলিশ। অন্যান্য জায়গার পাশাপাশি এইদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পক্ষ থেকে কোভিড সচেতনতার প্রচার করে পুলিশ। এইদিন রাস্তা নেমে হার জোড় করে পুলিশ সাধারণ মানুষকে মাস্ক পরার কথা জানায়। এর পর যদি কেউ তা না মানে তাহলে আগামীদিনে সরকারি নিয়ম মেনেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এমনটাই হুঁশিয়ারি দেওয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে।