মুকুটমণিপুর থেকে পর্যটকরা বাড়ি ফেরার পথে।

0
520

আবদুল হাই, বাঁকুড়াঃ করোনা সংক্রমণের হাত রক্ষা পেতে আবার রাজ্য জুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন।রাজ্য সরকার নতুন করে নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে আজ থেকে বন্ধ স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয়, বিউটি পার্লার,সেলুন, সুইমিং পুল, পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট। সেইমতো এদিন বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর।এ রাজ্যের ছাড়াও অন্যান্য রাজ্য থেকে পর্যটকরা আসেন এই মুকুটমণিপুরে। হঠাৎ করে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয়েছে।খুবই মন খারাপ পর্যটকদের। এখানকার ব্যবসায়ী জানান, এই সবে মাত্র দু মাস ব্যবসা শুরু হয়েছে।ভালোই চলছিল ব্যবসা কিন্ত বাধ সাধল করোনা।২০ থেকে ২২ জন কর্মচারী কাজ করে।ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি।ঋণ শোধ করবো কি ভাবে? কর্মচারীদের বেতন দেব কি করে?