রানাঘাটে ১৪ টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা দের নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ সভা অনুষ্টিত হলো।

0
305

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- রানাঘাটে ১৪ টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা দের নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ সভা অনুষ্টিত হলো রানাঘাট পৌরসভা চূর্ণী সভা গৃহে। উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রশাসক ,উপ পুরপ্রশাসক, প্রশাসক সদস্য সহ উপ COMOH সহ উর্ধতন কর্মীরা ।এই সভায় সিদ্ধান্ত হয় নানা পরিকল্পনা ।কাল থেকে ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া শুরু ।কি জানাচ্ছেন ADD COMOH